লিটিল ম্যাগাজিন
বাবা
সুনন্দ মন্ডল
আমাদের বাড়ির পিছন দিকটায়
একটি ছায়াঘেরা বিরাট গাছ ছিল।
বসত পাখি
ফুটত ফুল
খেলত হাওয়া
নাচত পাতা।
আজ দীর্ঘ একবছর অতিক্রান্ত
ফুরিয়ে গেছে সেসব
নেই আর উচ্ছ্বাস।
শুধু স্মৃতি আঁকড়ে
মৃত্যুর দিন গুনছে আমার বাবা।
No comments:
Post a Comment