Monday, December 2, 2024


 

হেমন্ত আসে

কবিতা বণিক


হেমন্ত আসে আকাশ আলো করে। 

হেমন্ত আসে শিশিরে ভর করে।

হেমন্ত আসে  শীতগরমের খেলা নিয়ে। 

হেমন্ত আসে সুবাতাসে ফুলের  ন্ধ নিয়ে।

হেমন্ত আসে হলুদ সরষে ক্ষেতের মাঝে।

 হেমন্ত আসে পাকা ধানের শীষের মাঝে।

 হেমন্ত আসে শ্যামা পোকাদের নিয়ে।

 হেমন্ত আসে মখমলি জ্যোৎস্না নিয়ে।

 হেমন্ত আসে কুয়াশার চাদর গায়ে

 হেমন্ত আসে লক্ষীর মতো ধানের শীষে। 

 হেমন্ত আসে তাই নবান্নের উৎসব নিয়ে।

 হেমন্ত আসে  শীতের দুয়ার খুলে দিতে।

 হেমন্ত আসে সবার মাথায় আশীষ দিতে,

  সবার সন্তান যেন থাকে দুধে ভাতে।।

                

No comments:

Post a Comment