Monday, December 2, 2024


 

বাবা

রবিনা সরকার


বাবা মানে, পথ চলার শুরু,
জীবনের হাতে খড়ি যার হাতে,
বাবা মানে, সন্তানের নিশ্চিন্ত ঘুম
আঁধারের মাঝ রাতে।

বাবা মানে, স্কুলের প্রথম দিন,
জীবনের পথে এগিয়ে দেওয়া,
বাবা মানে, সময়ের পরিবর্তনে,
বাবা থেকে বন্ধু হওয়া।

বাবা মানে, শাসনের অপর নাম,
কখনো রাগী, কখনো অভিমান,
বাবা মানে, দিনের শেষে,
হাসির আড়ালে ক্লান্তির অবসান।

বাবা মানে, তোমার খুশিতে,
যেই মানুষটা হাজারো আঘাত সয়,
বাবা মানে, সেই ভালোবাসা,
যা খুব গোপনে, অপ্রকাশিতই রয়।

No comments:

Post a Comment