পার্কের দোলনাটা
চিত্রা পাল
রোজই বারান্দা থেকে দেখতে পাই পার্কের দোলনাটাকে
যেখানে বিকেল হলেই চলে আসে একদল বাচ্ছারা
খেলা করে, দোলনায় ওঠে,দোল খায় আপনমনে।
মাঝে মাঝে ছুটির দিনে বিকেল বেলায় দোলনার
দাবিদারের সংখ্যা বাড়ে। যাদের দাবি যেই মেটে
সেই আনন্দে দোল খায়, হিসেব না মেনে। যারা
সুযোগ পায়নি তাদের কিচির মিচির শুনে মনে হয়
এ জীবনের সব দোল খাওয়া বুঝি শেষ হয়ে গেছে
মিশে যাওয়া দিগন্তের মতো, আমি দেখি আমার শৈশবের
সেই দিনগুলো যখন আমি ও এমন ছিলাম আর
আমার হাতের আঙ্গুল স্পর্শ করে দোলনার আঘাতে কেটে
যাওয়া সেই ক্ষত,নদীর উজান স্রোতের মতো।।
No comments:
Post a Comment