অকৃত্রিম
তন্ময় ধর
দৃশ্যহীন এই করতলে
তুমিও কি জানো,
কতদূর ভিক্ষা রেখেছো ?
আমার যে ক্ষুধাটুকু ছিল, তা এক মৃত এক নক্ষত্রের দংশন.
'ছিল' শব্দটুকুর মধ্যে ঈশ্বরের চোখ খুঁজছে অন্ধকার,
কৃত্রিম অশ্রুর বাওকুমটায়
নাভির প্রচ্ছন্ন অসুখ থেকে
আগুন ও সন্ন্যাসীর ছাই মেখে
পথে নামছে কাহিনির রক্তক্ষরণ
ছায়ামৃত্যুর এই কশেরুকা
সরিয়ে সরিয়ে সরিয়ে
এত কাছে এসেছো কেন?
কেন?
No comments:
Post a Comment