ঘুম
শঙ্খনাদ আচার্য
তুমি বিছানা ছাড়বার আগেই
এই প্রান্তিক শহরের বুক চিরে ছুটে যায় দূরগামী বহু বাস।
শীততাপ ঘর,তবু তোমার দু'চোখের পাতা এক হয় না!
বিনিদ্র রজনী উদযাপনের পর
টিকটিকির আনাগোনা দেখতে থাক তুমি।
ওদিকে ফুটপাতের অসহায় শিশুটি অঘোরে ঘুমোচ্ছে।
সকালের কমলারঙা রোদ তার শরীরে ছড়িয়ে দিচ্ছে ওম,
শান্তির ঘুম সবার ভাগ্যে থাকে না!
No comments:
Post a Comment