Friday, January 3, 2025


 

কবিতা 


সো য়ে টা র 
সবুজ সরকার 

শুষ্ক ত্বক আর ফেটে যাওয়া ঠোঁট নিয়ে 
শীত আসে ফি - বছর;
আত্ম - বিমোচন। খুঁড়তে থাকা প্রাণ
নিজেই নিজেকে।
এক বছরে কতোটা পুরোনো হলাম !
ক্রমশ হারিয়ে যাওয়া চুল
মোটা কাঁচে দৃষ্টি ঝাপসাতর হয়,
শুধু সোয়েটার অমলিন।
পুরোনো হলে পরতে পরতে স্মৃতি বারে। 
ন্যাপথলিন; জীবনের সুগন্ধে ভরপুর 
প্রজন্মের স্পর্শ গুলো মনে করায় আবারও।

No comments:

Post a Comment