কবিতা
এভাবেই যদি প্রেম হতো
সুস্মিতা ঘোষ
এভাবেই যদি প্রেম হতো...
যেভাবে স্থির পাথরের বুকে সবুজের আধিপত্য
সহাস্যে বয়ে যায় খরস্রোতা ।
সলাজে মুখ ঢেকে রাখা মৃত্তিকার 'পর
বিন্যস্ত সবুজের আঁচল –
এখানে সবাই একসাথে থাকে,
পাহাড় , নদী , জলাভূমি আর জঙ্গল।
পথ ভুলে যায় কোথাও যেখানে পথিক
নিজে বা নিজ দোষে,
সবুজের সমারোহ এনে দেয় মুগ্ধতা
রোদ্দুর কোথাও অর্ধ-নির্বাসিত
বন্যের প্রিয় উষ্ণতা ।
ভালোবাসাকে কখনো মাপতে হয়নি বিশ্বস্ততা
তাকে কষতে হয়নি কোনো অঙ্ক, হিসেব।
পাহাড়, নদী, জঙ্গল মিলেমিশে আছে
আমাদের কথা আজ আড়ালে থাক।
প্রেম যদি হতো ওদের মতো করে...
অগোছালো, বন্য, সুন্দর ;
এভাবেই যদি হতো প্রেম, আমাদের!
No comments:
Post a Comment