কবিতা
নতুন পথের দিশা
বিজয় বর্মন
নিজেকে যতটা চেনা , তবু পথ চলা
অজানা পথিকের মতো,
এগিয়ে যাচ্ছে পা,
গতি,নাকি বেগতিক জানি না,
তবু চলা আর চলা,
কিছু কথা বলা,এই টুকু তো থাকে,
ভালোবাসা দিয়েছি যাকে,
অজানা পথিকের মতো, নতুন পথের দিশা।
না জানি কতোটা অবোধ,
খুঁজে খুঁজে ফেরে প্রতিশোধ,কি আর হবে বলো,
কাঁধে কাঁধ দিয়ে চলে মন্দ আর ভালো,
ধিক শত ধিক,মাথা নিচু হলে,
নিভু নিভু ঐ মোম টুকুই জ্বলে, নতুন পথের দিশা,
চক্রাকারে আসে অমানিশা।
অজানা পথিকের মতো,
এগিয়ে যাচ্ছে পা,
এড়িয়ে যাওয়া কি গেল না? কে আসলো আর কে আসলো না,
বুঝতে তো হবে,আর কবে? আর কবে!
সব ভালোবাসা জল,
ছলনা আসে আর যায়,
কোথায় সমাপ্তি ভাবনা বিফল।
তবু পথ চলা, হোক না একলা,
নতুন পথের দিশায়, তবু পথ চলা।
No comments:
Post a Comment