কবিতা
দিন যায় দিন আসে
মাথুর দাস
চলে যাওয়া দিন গলে যায় ক্রমে,
বলে যায়, আছি স্মৃতিতে ।
সুখ দুঃখ হর্ষ বিষাদ নানান কর্ম,
কলহ ও প্রেম প্রীতিতে ॥
আগামী দিনের বীজ বোনা থাকে
বর্তমান আর অতীতে ।
দিন যায় দিন আসে কাল-নিয়মে,
চিরায়ত তার গতিতে ॥
চাওয়াপাওয়া করে মনে আসাযাওয়া,
চাইলে কি আর পাই সব ?
আশার জীবনে শুধু ভাসাডোবা সার
খাবি খেয়ে বাঁচো ভাইসব ॥
No comments:
Post a Comment