ব্যক্তিগত গদ্য
স্বাগত নবীন, পুরনো থাক মনে
বেলা দে
দিন যেতে যেতে যেমন বলে যায় চিন্তা কোরো না আঁধার ফুরোলে প্রভাত হবেই। চৈত্রের ঝরাপাতা ঝরতে ঝরতে জায়গা করে দেয় নবাগতের।আবার আসে নব কিশলয়। পার্থিব জীবনেরা তেমনই চায়
আমাদের সময়কাল তো ফুরিয়ে এসেছে এবার নতুনেরা আসুক, শুরু হোক নব্য প্রজন্মের স্বপ্ন ও সাধনা, সার্থক হোক চাওয়া পাওয়া। অনেক অনেক উপহার দিও সর্বক্ষেত্রে, মান উন্নত কোরো দেশের আর দশের। শিক্ষা, শিল্প,সাহিত্য, সংস্কৃতি,কলা খেলাধুলা কিংবা প্রযুক্তিবিদ্যায়। অনেকের মুখে শোনা যায় এই যুগ হাইব্রিড শিশুদের জন্ম দিচ্ছে, ডিজিটাল দুনিয়া তোমাদের হাতের মুঠোয়, প্রযুক্তির মুকুটের
শিরোপা মাথায় নিয়ে উন্নততর তথ্যকেন্দ্রিক পরিসেবক হবে দেশের। তোমাদের কাছে চাইবার আছে অনেক। পুরাতনীর কাল শেষ হয়ে গেলেও স্মৃতির পিঞ্জরে সঞ্চিত রেখো তাদের অবদান যা করে গেছে তারা সেটুকু বুঝতে পারলেই হবে, প্রবাদ বলে "পুরনো চাল ভাতে বাড়ে" সত্যিই শিক্ষনীয় যুক্তি, ওদের থেকে জীবনপাঠ নিলে বরং উপকৃতই হবে।একেবারে ভুলবে না প্রাচীনেরা যা করে গেছে অবশ্যই তোমাদের মঙ্গল চেয়ে। তারা প্রদীপের পলতে জ্বেলে যাপনের মস্ত কর্মযজ্ঞ পালন করে গেছে। আবাহন করি তোমাদের দেশের ভাষা, সাহিত্য সংস্কৃতি, শিল্পকলা তোমার সম্পদ, অস্তগামী হতে দেবে না কোনদিনও অশুভশক্তির প্রলয়ঙ্কর ঝড় উঠলেও না।
No comments:
Post a Comment