কবিতা/ ছড়া
নতুন-জীবন
সম্মিলিতা দত্ত
বছর আসে বছর যায়
পড়ে থাকে স্মৃতি,
ক্যালেন্ডার বদলে গেলেও
বদলায় না রীতি।
পুরোনোকে যত্ন করে
রাখবো তুলে মনে,
যেমন করে রাখা থাকে
মিউজিয়ামের কোণে।
সাফল্য আর ব্যর্থতা
এই দুইয়ের মাঝে_
থাকবে না আটকে জীবন,
সাজবে নতুন সাজে।
ঝগড়া বিবাদ আর নয়
শিকেয় তোলো সব,
আমরা সবাই 'ভাই - ভাই'_
শোনা যাক কলরব।
কী পেয়েছি,কী হারালাম
লিখবো নাকো কাব্য;
কী আমরা পেতে চাই
সেই আমাদের শরব্য।
বছর শেষের দুঃখ ভুলে
বছর শুরুর আনন্দে,
নতুন বছর কাটুক সবার
হাসি-মজা আর সানন্দে।
No comments:
Post a Comment