Friday, January 3, 2025


 

কবিতা 


ক্লান্তিহীন
গৌতম সমাজদার 


দেখছো, শব্দেরা ছুটে চলেছে
কখনো দুলকি চালে, কখনো মেঠো সুরে
ছুটেই চলেছে, অবিরাম, অবিশ্রান্ত 
কখনো ছুটে চলেছে, দুদ্দার বেগে,
কখনো আবেগমথিত হয়ে।
কখনো শ্রমিকের ক্লান্ত পায়ে
কখনো রাষ্ট্রশক্তির ভারী বুটের বিরুদ্ধে
কখনো বা নৈঃশব্দ্যে নৈবেদ্য সাজিয়ে 
তবু ওরা ছুটছেই, অণু, পরমাণুর বেগে
শব্দেরা কবিতা লেখে,
ভেঙ্গে ফেলে বাধার প্রাচীর। 
কৃষকের লাঙ্গলে, শ্রমিকের হাতুড়িতে।
শব্দ গর্জে ওঠে, লাল চোখের বিরুদ্ধে।
শব্দেরা ক্লান্তিহীন, জেগে থাকে রাত
জাগিয়ে রাখে আমাদের সত্তা---

No comments:

Post a Comment