ব্যক্তিগত গদ্য
স্বাগত নবীন, পুরনো থাক মনে
সুদীপা ঘোষ
দিন আসে, দিন যায়। দিন বদলের সাথে বদলে যায় আমাদের চারপাশ। এই পরিবর্তনকে কখনো আমরা মন থেকে হাসিমুখে মেনে নিই, কখনো মেনে নিতে বাধ্য হই, আবার কখনো পুরনোকেই আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু নতুনকে উপেক্ষা করে শুধু পুরনো নিয়ে এগিয়ে চলতে গেলে হোঁচট খেতে হয় বারবার । নতুনকে জায়গা দিতে গিয়ে দোলাচল মনে অস্তিত্ব সংকটের আশঙ্কা জাগে। নিজের অস্তিত্বকে গুরুত্ব দিতে আমরা প্রায়ই ভুলে যাই যে- "এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান"। প্রকৃতির স্বাভাবিক নিয়মে নতুন তো তার জায়গা করে নেবে ঠিকই। তবে কেন আমরা মুখ ফিরিয়ে থাকি? কেন বারবার পিছন ফিরে চাই? আসলে যা কিছু নতুন আমাদেরকে আনন্দ দেয় ,তাকে আমরা সহজেই বরণ করে নিতে পারি। প্রত্যেকবার নতুন বছরকে স্বাগত জানাতে একসাথে সবাই হুল্লোড়ে মাতি, স্কুল -কলেজ- বিভিন্ন প্রতিষ্ঠানে নবীনদেরকে বরণ করতে নবীন বরণ উৎসবের আয়োজন করি, পরিবারে নতুন শিশুর আগমনকে স্বাগত জানাতে খুশির জোয়ারে ভাসি। অথচ নতুন কোন পরিবেশে গিয়ে বেশ কিছুদিন থাকতে হবে ভাবলেই সম্ভব অসম্ভব অনেক কিছুই মনে উঁকি দেয়। নতুন প্রযুক্তিকে মেনে নিতে অনেকেরই একটু সময় লাগে। পুরোনোটাই যেন বেশি ভালো ছিল ।বর্তমান যুগেও ফেসবুক থেকে বিমুখ অনেকেই। ইমেইলের পরিবর্তে কাগজে-কলমে যোগাযোগ করতেই সাবলীল এখনো অনেকে। প্রতিদিন নিত্য নতুন আবিষ্কার, ঘরে -বাইরে নানা পরিবর্তন -অনেক সময়েই সহজভাবে মেনে নিতে অসুবিধা হয়। অথচ পুরনোকে সম্মানের সাথে মনের স্মৃতিকোঠায় আগলে রেখে ইতিবাচক ভাবনা নিয়ে নবীনকে স্বাগত জানাতে পারলে আমাদের রোজকার দিনযাপন অনেকটা সহজ হয়ে যায়। তাই নিজেদের প্রয়োজনেই নতুন বছরের শপথ হোক - "স্বাগত নবীন, পুরনো থাক মনে"।
No comments:
Post a Comment