Friday, January 3, 2025


 

কবিতা 


কবিতা ওল্টাই

কল্যানী মন্ডল


শব্দেরা বুকের ভিতর কেমন বেরুনোর জন্য
হাবুডুবু করতে থাকে,
খোলস ছেড়ে বেরিয়ে আসার প্রাণপন চেষ্টা৷
কত কান্না কত দুঃখ অভিমান,
জমিয়ে রাখা দূর্ভেদ্য কথার পাহাড়,
সবটা ভাসিয়ে দিতে চায়৷

শুনতে চাইনি কেউ কর্ণপাতও করেনি
কত এলো কতই তো গেলো,
কেউ করেনি খোঁজ————
আজ অপরাহ্নের অবসরে
স্বপ্নের দিনলিপি৷

No comments:

Post a Comment