স্বাগত নতুন
আসছে নতুন বছর
Bakyawala-বাক্যওয়ালা
এই যে বছরের শেষ দিনে এসে কত কিছু মনে পড়ছে ; একসাথে ভার্সিটি থেকে বাড়ি ফেরা, কফি-কাপ, নন্দন, প্রিন্সেপ ঘাটে বসে তোমার চুলে বিলি কাটতে কাটতে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করার সেই সব সময় গুলো দেখতে দেখতে শেষ হয়ে গেলো, আজকের দিনটা আর পাঁচটা দিনের মতই খুব সাধারণ একটা দিন, তেমন বিশাল কিছু পার্থক্য নেই। তবু কোথাও না কোথাও কেমন যেন একটু আলাদা আজকের দিনটা। শেষ বিকেলের বিষন্ন মেঘ জমা আকাশের মতই ভয়ংকর সুন্দর।
কাল থেকে বছরটা বদলে যাবে, বদলাবে না শুধু আমাদের গল্প গুলো।বছরের শুরুতে আমরা কিছু কথা মাথায় রাখবো গত বছরে যে ভুলগুলো আমরা করেছি তা শুধরে নেবো। নতুন করে জীবনটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করবো। বছরের প্রতিটা দিন যেমন সমান যাবে না, তেমনি বছরের প্রতিটা দিন খারাপও যাবে না। কিছু ভালো, কিছু খারাপ অভিজ্ঞতা নিয়ে একটা বছরের শুরু হয় এবং সেই বছরটা শেষও হয়ে যায়। আজ সেই শেষ দিনটা।
প্রতিদিনের মতো কালকে ও সকাল হবে কিন্তু কালকে ২০২৪ এর জায়গায় ২০২৫ লেখা হবে। তেমন বিরাট কিছু পরিবর্তন হবে না তবু ক্যালেন্ডারটার পরিবর্তন তো হচ্ছে। মৃত্যুর দিকে আরও একধাপ এগিয়ে যাচ্ছি। অন্ধকার না থাকলে যেমন আলোর মর্মটাই বোঝা যায় না ঠিক তেমনি খারাপ কোনো অভিজ্ঞতা না হলে অথবা ব্যর্থ না হলে সাফল্যের জন্য নিজেকে তৈরিও করা যায় না। তাই ব্যর্থতায় ভয় পেলে চলবে না।
কেউ আপনাকে বিশ্বাস করলে, সেই বিশ্বাসটা রাখার চেষ্টা করুন। কারোর বিশ্বাস ভাঙার মধ্যে কোনো মহত্ব নেই বরং বিশ্বস্ত থাকাটা অনেক অনেক কঠিন কাজ যেটা সবাই পারে না। বিশ্বাস জিনিসটাই এই রকম খুব নরম বা কাঁচ জাতীয় একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যাবে না। জোড়া লাগানো গেলেও একটা দাগ রয়ে যাবে।
খুব ভালোভাবে নতুন বছর শুরু হোক আর বছরের প্রথম দিনেই প্রতিজ্ঞা করুন যে কাজগুলো কমপ্লিট করা হয়নি সেই কাজগুলো আগামী বছরে কমপ্লিট করবেন। আর চেষ্টা করবেন মানুষের প্রতি একটু বেশি মানবিক হওয়ার। অকারণে কাউকে কষ্ট দেবেন না আপনার কাজ, ব্যবহার বা কথার মাধ্যমে, তাতে আপনার ওপর দিকের মানুষটার মন ভেঙে যাবে।
No comments:
Post a Comment