Friday, January 3, 2025


 

কবিতা 


হৃদয়ে প্রবীণ জীবনে নবীন 

প্রাণেশ পাল 


বর্ষশেষের বিদায় বেলায় স্মৃতিমেদুরতায় ভারাক্রান্ত মন, 
সময় দৌড়ে যায় উলম্ব স্মৃতি সাথে,
অভিসারী বিকেলে স্মৃতি রোমন্থনে জীবন !
সময়ের ভাঁজে ভাঁজে জমা থাকে
পুরোনো স্মৃতি কথা ইথার আকাশে !!

সময়ের আপেক্ষিকতায় দিন পুড়ে ছাই হয়ে যায়,
ভস্মে খুঁজে ফিরি পুরোনো মানুষের স্মৃতিচিহ্ন, 
স্মৃতির জলছবিতে ভেসে উঠে হারানো প্রিয়জন !
শীতের নিশি রাত,লক্ষ তাঁরার মাঝে খুঁজি
হারিয়ে যাওয়া মা,বাবা,আপনজন !!

সিন্ধু সভ্যতা থেকে ডিজিটাল সভ্যতা
জীবন বহমান সময়ের দাবীতে,
তীব্র স্রোতে বাঁচার তাগিদে আঁকড়ে ধরি
আমাদের উত্তর পুরুষ, নবীন জীবন ।।

কালের নিয়মে সময়ের ঝরাপাতার এপিটাফে
লেখা থাকে প্রবীণের জীবন উপন্যাস !
কিশলয়ের পাতায় পাতায় লেখা শুরু হয় 
নবীন প্রজন্মের স্বরবর্ণ,ব্যঞ্জনবর্ণ,
হৃদয়ে প্রবীণ,জীবনে নবীন,শুরু হোক
নতুন বর্ষবরণের পথচলা --------।।

No comments:

Post a Comment