Friday, January 3, 2025



কবিতা 


ইচ্ছে ছিলো

দীপাঞ্জন দত্ত


একটি ইচ্ছে আমার ছিলো
                      এখনো আছে।
যা চেয়েছি তা পাইনি ফেরত
                      আমার কাছে।

ফেরত আমি নেবই যখন 
   আঁকড়ে কেনো আছো।
একলা হয়েই চলতে শিখে
       একলা হয়েই বাঁচো।

মানুষ যখন একাই বাঁচে
এক পা এগোয়ে সর্বনাশের।
পরস্পরে মিলতে এখন
              সবাই ভূলে গেছে।

একটি ইচ্ছে আমার ছিলো
                      এখনো আছে।
দেখবো আমি সবাই কেমন
                একলা হয়েই বাঁচে।

No comments:

Post a Comment