কবিতা
স্বাগত নবীন
সুনন্দ মন্ডল
স্বাগত নবীন, পুরোনো থাক মনে
জীর্ণতা ভুলে, আগামী নাও মেনে।
সুস্থ থাকুক আগামী, হোক একটু রঙিন
ভালোবাসায় ভরে থাকুক সারাটা দিন।
অন্ধকারের ঘুম কেটে বেরিয়ে আসুক মুখ
চাদর উঠিয়ে তাকিয়ে দেখো ভাসছে সুখ।
তোমার হাতে লিখে রাখা পুরোনো জীবন
মুছে যাক নতুন আলোয়, ছন্দে থাকুক গান।
হাজার দুঃখ মোড়া থাকুক, বুকের সিন্দুকে
হৃদয়ে তবু ভাসুক রোদ নতুন উৎসুকে।
No comments:
Post a Comment