কবিতা
হলুদ ওড়নায়
অসীম মালিক
কোথায় যাবো শৈশবের স্মৃতি ভুলে?
অনেক ভেবে চিন্তে আত্মঘাতী সিদ্ধান্ত
তাই আজীবনের জন্য স্থগিত রেখেছি।
যতই তমশা আমাকে জাপটে ধরুক,
থেকে যাবো এই চরাচরেই।
অস্থির সময়ের কোলে মাথা রেখে
তাকে জুলিয়েট বলেই ডাকব।
চুলে বিলি কেটে বলবো -
তোমার যত ক্ষত আছে আমাকে দাও।
আমিও পুড়ে ছাই হতে চাই সময়ের আঁচে।
চোখের আগুনেই ঘৃতাহুতি দেব,
আমৃত্যু যাবনা কোথাও?
অস্থির সময়কে প্রিয়তমা ভেবে
দুচোখের জল মুছবো তার হলুদ ওড়নায়।
No comments:
Post a Comment