লিটিল ম্যাগাজিন
কবিতা
রোদরীতা মোদকওদের পাড়ায় রোদ এসেছেআমাদের পাড়ায় মাঘের শীততোমার উঠোন রোদ ঝলমলেআমার উঠোন শীত কনকনেতোমার ঠোঁটে লাল গোলাপআমার ওষ্ঠ ফেটে লালতুমি দেখো সূর্য্যমুখীআমার চোখে সর্ষে ফুলতোমার- আমার বিভেদ ভাঙবোআমায় একটু রোদ দেবে?
No comments:
Post a Comment