Friday, January 3, 2025


 

কবিতা 


রোদ
রীতা মোদক


ওদের পাড়ায় রোদ এসেছে
আমাদের পাড়ায়  মাঘের শীত

তোমার উঠোন রোদ ঝলমলে
আমার উঠোন শীত কনকনে

তোমার ঠোঁটে লাল গোলাপ
আমার ওষ্ঠ ফেটে লাল

তুমি দেখো সূর্য্যমুখী
আমার চোখে সর্ষে ফুল

তোমার- আমার বিভেদ ভাঙবো
আমায় একটু রোদ দেবে?

No comments:

Post a Comment