Friday, January 3, 2025


 

কবিতা 


অন্তরের টান    
আশীষ কুমার চক্রবর্তী

শ্রদ্ধা ,ভক্তি রেখ ,পিতামাতা গুরুজনে
অন্তরের শ্রদ্ধা ঢেলে ,দিও ও চরণে।
কর্ত্তব্যের টানে দেখি, ভালবাসাবাসি
অন্তরে কান্না আর মুখে ভরা হাসি।
অন্তরের ভালবাসা ,যদি নাহি থাকে
কখনও দেবে না সাড়া যদি ডাকো তাকে।
কারো ভালবাসা যদি ব্যথা দেয় বুকে
আজীবন কেঁদে মরে অন্তরের দুখে।
কর্ত্তব্যের টানে ভালবাসা,হয় না চিরস্থায়ী 
অন্তর হতে ভালবাসা  আমৃত্যু থাকে জাগি।

No comments:

Post a Comment