Friday, January 3, 2025


 

মুনা 

অনলাইন পৌষ  সংখ্যা ১৪৩১

সম্পাদকের কথা

আবার নতুন। আবার শুরু। বিগত বছরের হিসেবে যদি ধরি, তবে কিন্তু না পাওয়ার ওজন হবে বেশি। না, জাগতিক কিছু পাওয়ার কথা বলছি না। আমরা পাইনি বিচার, আমরা পাইনি নিরাপত্তা। আমাদের মনুষ্যত্ব আমাদের ত্যাগ করেছে। চরম স্বার্থপর হয়ে উঠেছি আমরা। বুঝে নিতে চেয়েছি নিজেদের টুকু। ফল? হারিয়েছি বিবেক, হারিয়েছি নিজের চোখে চোখ রেখে তাকাবার সাহস। এরপরেও কি বলব না না পাওয়ার পাল্লা ভারী? প্রত্যাশা তাই আগামীকে ঘিরে প্রচুর। এরকমই হয়। বছরের শুরুতে আমাদের আশার পারদ থাকে উর্ধমুখী। এটুকুই সম্বল আমাদের। আর তো বিশেষ কিছু নেই। শুধু আশাতেই থাকা। বাকি আর যা কিছু, সব শুধু নিজস্ব ভাবনায় জারিত হওয়া। আগামী শুভ হোক, সুন্দর হোক। ফিরে আসুক মানবতা। 


 মুনা 

অনলাইন পৌষ  সংখ্যা ১৪৩১



রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020

হসপিটাল রোড 

কোচবিহার 

৭৩৬১০১

ইমেল- mujnaisahityopotrika@gmail.com 

প্রকাশক- রীনা সাহা

প্রচ্ছদ- মহঃ সানোয়ার     

সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়


এই সংখ্যায় আছেন যাঁরা  

 চিত্রা পাল, বেলা দে, শ্যামলী সেনগুপ্ত 

সুদীপ মজুমদার, গৌতমেন্দু নন্দী, কবিতা বণিক, 

পার্থ বন্দ্যোপাধ্যায়, শ্রাবণী সেনগুপ্ত, সঞ্জয় সাহা /এস. সাহা,  

মৌসুমী চৌধুরী, লীনা রায়, Bakyawala-বাক্যওয়ালা, 

মনোমিতা চক্রবর্তী, আকাশলীনা ঢোল, সুদীপা ঘোষ, 

প্রাণজি বসাক, শুভেন্দু নন্দী, অশোক কুমার ঠাকুর,

মাথুর দাস, দেবর্ষি সরকার, অমিতাভ চক্রবর্ত্তী,

তন্ময় ধর, রাজর্ষি দত্ত, প্রতিভা পাল,

সারণ ভাদুড়ী, প্রাণেশ পাল, গৌতম সমাজদার, 

কল্যানী মন্ডল, রীতা মোদক, অসীম মালিক,

মহঃ সানোয়ার, সুনন্দ মন্ডল, দীপাঞ্জন দত্ত,

আশীষ কুমার চক্রবর্তী, সুস্মিতা ঘোষ, বিজয় বর্মন,

সম্মিলিতা দত্ত, সবুজ সরকার, অপর্না ঘোষ, পম্পা ঘোষ


মুজনাই অনলাইন পৌষ সংখ্যা ১৪৩১


No comments:

Post a Comment