Friday, January 3, 2025


 

স্বাগত নতুন 


পুরনোকেই স্মরণ ক'রে "নতুন"কেই বরন করি.... 

গৌতমেন্দু নন্দী


" পুরনো মানে যা কিছু ছিল 

         চিরকালের ধন
         নতুন, তুমি এনেছ তাই
         করিয়া আহরণ...."

    বার্ষিক গতির নিয়মে পৃথিবী সূর্যকে সম্পূর্ণ প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫.২৭ দিন অর্থাৎ  সময়ের হিসেবে একটি বছর। এই বৈজ্ঞানিক সত্য কালের বিচারে চিরকালীন। এই আবর্তনেই যুগ যুগ ধরে বছর আসে বছর যায়। এই ধারাবাহিক আবর্তন "সংখ্যা তত্ত্ব"এর হিসেবে "নতুন "বলে গন্য হয় আমাদের,এই মনুষ্য কৃত"ক্যালেন্ডার "এর পাতায়। প্রতি বছর সেই ক্যালেন্ডারের পাতা ৩০/৩১ দিন পর পর বদল হতে হতেই ১২ মাস অর্থাৎ ৩৬৫ দিন পর আসে পরবর্তী বছরের হিসাব। 
       
সময়ের সাথে সাথে ধারাবাহিক এই বাৎসরিক  বদলই "নতুন"এর রূপ ধ'রে আসে, কিন্তু এই বৈজ্ঞানিক সত্যের সত্যি কি "নতুন" বা "পুরনো" বলে কিছু থাকে? মাথার উপর একটাই আকাশ, সারাবছর ধরে প্রবহমান নির্দিষ্ট অসংখ্য নদী, হিমালয় পর্বতের কোলে সেইসব নির্দিষ্ট পাহাড়-পর্বত,পৃথিবী জুড়ে অপরিবর্তিত নিসর্গতা, সেই প্রকৃতি! এ সবকিছুই তো চিরকালীন। তাকে কি "নতুন" "পুরনো"তে চিহ্নিত করতে পারি বা করা যায়?

          আসলে আমাদের ইচ্ছে, অঙ্গীকার, সাফল্য, ব্যর্থতা, অন্যায়, অপরাধ, মনুষ্যত্ব বোধ, মূল্যবোধ
-----যাবতীয় মানবিক দিকগুলো, যেগুলো এই ভুখন্ডে সমাজ জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের মানদন্ডে নির্ধারিত হয়,তারই নিরীখে আমাদের প্রত্যাশা নিয়েই আগত ও বিগত বছরকেই আমরা যথাক্রমে  "নতুন" এবং "পুরনো"তে সংজ্ঞায়িত করি।

                  নতুন অংকে সময়টাকেই 
                  সাজিয়ে নিই নতুন সাজে 
                  পুরনো সুর হৃদয় বীণায়
                   ছিল যেমন তেমনিই বাজে---

                   পুরনোকেই লালন করি
                   এই জীবনের যাপনে 
                   একই জীবন , হয়না বদল
                   "নতুন" বছর পালনে......

       পুরনো কে সত্যি সত্যি আমরা বিদায় জানাতে পারি কি? বিশেষ করে সেইসব বিগত ঘটনা যা আমাদের মনুষ্যত্ব বোধকে প্রশ্ন চিহ্নের সামনে  দাঁড় করায়। আমরা কি ভুলতে পারব, আমরা কি বিদায় জানাতে পারব বিগত বছরের আগস্ট মাসে ঘটে যাওয়া আর জি কর হাসপাতালে তরুনী  চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড কে? " We want  justice"--এই স্লোগান কি আমরা বছর শেষের  সাথে সাথেই বিস্মরণ হব? আমাদের আগত বছরের সামনে সেই বিচারের দাবি নিয়ে কি দাঁড়াব না? 
     
অতীত আর বর্তমানের, "পুরনো" আর "নতুন"-এর  মেলবন্ধনেই ব্যর্থতা/সাফল্যের, শুদ্ধিকরণের পাঠ নিয়ে উত্তোরণের পথে এগিয়ে যেতে হয়। "পুরনো" ই শেখাবে আগামী "নতুন"এর শপথ নিতে। "পুরনো"র "আত্মসমালোচনা" নির্মাণ করবে উন্নততর মানবতাবোধ। "পুরনো "বছরের কুসংস্কার, অশিক্ষার অন্ধকারের উৎসারিত আলোয় আলোকিত হবে "নতুন" বছর। এইভাবেই পুরনো হৃদয় বীণায় বেজে উঠবে "নতুন"এর সুর---- তাই আমরা উচ্চারণ করতেই পারি------

      " পুরনো কে মনে রেখেই "নতুন" স্বাগত 
      "নবাগত"র সঙ্গেই রাখব তোমায়--" বিগত".…..


No comments:

Post a Comment