বিষ-মেঘ
শিবু
মেঘেরা আজ দল বেঁধে কোথায় চলেছে
কালো ঘন মেঘ, হাত ধরাধরি করে
ছুটেছে কোন সম্মেলনে । ইচ্ছেতো হয়
ঘর থেকে বেরিয়ে আমিও যোগ দিই ভীড়ে ।
অতীতে তো হামেশাই বেরিয়ে যেতাম
সূতোয় বাঁধা মেঘের পিছনে নিজেকে
গেঁথে দিতাম
স্ফটিকের ন্যায় বৃষ্টির ফোঁটায় মেখে নিয়ে
কাগজের নৌকো বানিয়ে উঠোন-জলে
দিয়েছি ভাসিয়ে ।
আজ ঘেন্না ধরে গেছে মেঘের রুপ দেখে,
স্বপনে উড়তাম যার গন্ধ ডানায় মেখে
সে যে আজ আর ভরসা দেয় না এতটুকু !
মেঘ তবে কি আপন দোষেতে দুষ্ট,
নাকি যুগ বদলের বিষেতে পুষ্ট !
No comments:
Post a Comment