Sunday, April 9, 2017

                                           লোকসংস্কৃতি নিয়ে আমরা কমবেশী সবাই জানি। সাহিত্য, শিল্পকলার শুরুটাই লোকসংস্কৃতি থেকে। এই নিয়ে  দ্বিমত নেই কারো। কিন্তু দুঃখ এটাই আমরা ভুলতে বসেছি নিজেদের শেকড়টাকেই।  
                                      বিশিষ্ট লোকসংস্কৃতি কর্মী কোচবিহারের শ্রীমতি সুচন্দ্রা ভট্টাচার্যের কথা অনেকেই জানেন। লোকসংস্কৃতির ওপর পাঁচটি বইয়ের লেখিকা শ্রীমতির সুচন্দ্রা ভট্টাচার্যের লেখা প্রকাশিত হয়েছে ও হচ্ছে বাংলার বিভিন্ন ম্যাগাজিনেও।                                                                        "মুজনাই সাহিত্য পত্রিকা" গর্বিত তাঁর কাছ থেকে কিছু লোক-চিত্র উপহার পেয়ে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত লোক-চিত্রকে তিনি নিজের মতো ক'রে এঁকেছেন তিনি।  
                           
ধারাবাহিকভাবে "মুজনাই" সেগুলি প্রকাশ করছে নিজের টাইমলাইন, ব্লগ ও গ্রুপে। আজ এমনই একটি ছবি।

No comments:

Post a Comment