Thursday, April 6, 2017

ওরা আজও বাঁচে
মৌসুমী  চৌধুরী 


তারপর..... সেই এক ভোরে
ভোর এসে বিস্ফারিত চোখে
দেখলো দহনে স্তব্ধ এই শহরের বুকে
লুকোনো আর এক শহর! 
খাক হয়ে যাওয়া প্লাস্টিকের চাল,
পুড়ে যাওয়া রক্ত -মাংসের বোটকা গন্ধ। 
ভোর বড় বিভোর হয়ে দেখলো
 ছাই হওয়া ওদের দিনগত পাপক্ষয়।  
ভোরের বাতাস ভারী হলো 
ওদের নীরব কান্নায়, 
আর ফয়দার প্রতিবাদে,
ভোটব্যাঙ্কের রাজনীতিতে.....! 
তবুও ওরা রক্তবীজ হয়,
তবুও ওরা নিয়ম করে
ফি পাঁচ বছর তর্জনীতে কালি মাখে।
ওরা বড্ড  বেহায়া, পুড়তে পুড়তেও 
বেঁচে উঠে প্লাসটিকে চাল বাঁধে। 
আর ওদিকে প্রোমোটারীয় বুলডেজারে
 আমাদের মধ্যবিত্তীয় স্বপ্ন সাধ
" এতটুকু বাসা "!

No comments:

Post a Comment