Thursday, April 13, 2017

 অবাস্তব ইচ্ছে 
আলামিন ইসলাম


প্লাস্টিকে মুড়িয়ে গেছে আমাদের মগজ,
রৌদ্রে উত্তপ্ত হয় মুঠোর তলোয়ার ৷
হিংসের ফেরিওয়ালা সবার ব্রেন ওয়াশ করছে,
তবু সভ্য সমাজ পাহাড়ের ভূমিকায় ৷
চোখে দূরবীন দিয়ে দ্যাখো  ঘাসফড়িং এর দেশটাকে ৷
সীমান্তের প্রান্তভাগে শত্রুর কনভয় !
আর দেশের তরীতেই হাজারো মিরজাফর মাঝি ৷
প্রাচীনতার মধ্যে সেঁধিয়ে যাচ্ছি আমরা .....
ভুলে যাচ্ছি নিজেদের আসল পরিচয় ৷
পশুর চেয়েও হীনমানসিকতা ,আজ আমাদের ৷
নিত্য নতুন ফতোয়ার কফিনবন্দী স্বাধীন চেতনার পাখি ,
অন্ধ ধর্মান্ধতার বুলেট বিদ্ধ চোখ!
মৌলবাদীদের ঘর থেকে খেলার মাঠ জুড়ে উৎপাত ৷
ছোট্ট শিশুর থেকেও ওরা বড্ড অবুঝ!
ধর্মনিরপেক্ষতার শরীরে সিগারেটের ছ্যাঁকা ,
আর সবার হৃদয়ে প্রতিহিংসার উলগুলান ৷
মুহুর্তেই উল্কাপিণ্ডের আবির্ভাবের দুশ্চিন্তায় পুড়ে যাচ্ছে কবির বিবেক ....
এই সময়ের পালে  মানুষের তাজা রক্ত শুষে খাচ্ছে ভোগীদের দল ,
অধার্মিক তাদের পরিচয় ৷
মরণ ডানা গজানো পিঁপড়েদের বিশৃঙ্খল নাচ দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে।
এবার একটা বিদ্রোহের প্রয়োজন! 
এই সমস্ত নগ্নতা আর ভন্ডামির প্রাচীর ভেঙ্গে নতুন এক ভারতবর্ষের স্বপ্ন জাগ্রত হোক্ ৷
সবার হৃদয়ে এই অবাস্তব  ইচ্ছেটাই বারেবারে নাড়া দিক্ ৷
বিবেকানন্দ আর রবি ঠাকুরের দেশে !
প্রতিটি সৎ নাগরিকদের হৃদয়ের গহীনে .....

No comments:

Post a Comment