Saturday, December 23, 2017



















সমীরণ চক্রবর্তী

আলো ছায়ায় মায়ময় 
( গুচ্ছ কবিতা ) 



# এক 
আজ সারাদিন বিষাদের বৃষ্টি মেখেছি,
তারই মাঝে কিছু বলতে চেয়েছিল সোনালী রোদ, 
একটা নাছোড় ফিঙে 
তেড়ে যায় নিরীহ কাকের পিছে... 
অকারনে তেড়ে আসে কালো মেঘ, 
তোমাকেও বড় অসহায় লাগে 
সোনালী রোদ...। 

# দুই 
মাড়ানো ঘাসের পথে রাত নামে, 
পরশ লেগেছে চাঁদের পাড়ায় 
বহির্বৃত্তে তখন বাস্পের ঠাসাঠাসি ভিড়। 
জোনাকির জমায়েতে জৈব বিচ্ছুরণ হলে 
শিহরণ জাগে ইউক্যালিপ্টাসের পাতায় পাতায় 
এমন দিনেই লিখে রাখি বৃষ্টির পূর্বাভাষ 
শুকনো মাটির ফুটি-ফাটা হরফে। 

# তিন 
সেভাবে কাছে আসোনি কখনোই 
আজ তোমায় দেখেছি চাঁদের মুকুরে 
হাতটা বাড়িয়ে দিই একটু একটু করে, 
আরো মোহোময়ী হয়ে ওঠো তুমি 
রহস্যের দূরত্ব বাড়িয়ে... 
আলেয়ার মুখোমুখি বসি, 
লিপিবদ্ধ করি 
ভালোবাসা আর দূরত্বের সমানুপাতিক সূত্রখানি। 

No comments:

Post a Comment