Monday, December 4, 2017

মধ্যরাতের খণ্ড কবিতা (পর্ব-২২)
        লক্ষ্মী নন্দী 




















হেমন্তের স্পর্শ শিহরণ অামার রাতের শরীরকে
উন্মাদ করে তোলে।দৃশ্যের ভেতর জেগে ওঠে
অাদ্র যুগল দৃশ্য। কোলাহলহীন জ্যোৎস্নায়
কতোবার তার ওষ্টে ওষ্ট রেখেছি 
হয়েছি উন্মাদ। অার বলেছি ----------
হে নিশীথ, অামার লজ্জা গোপন রেখো।
ঋতুকন্যা নাকি হেমন্ত।নারীতে নারীতে অালুথালু
মুখাবরণ, এ যে সৃষ্টিরই দাবি---------
নতুন কিছু তো নয়। তাই এই চেনা পৃথিবীতে
তার সাথে মাতি অাত্ম মৈথুনে।
কতোবার, আমাদের মিলিত অনুভূতিকে 
রোমান্টিক অাবরণে ঢেকে দিয়েছে 
অাবছায়া অাকাশ। কতোবার, তার সাথে 
অামি অস্তিত্ব হয়ে উঠেছি নবান্ন উৎসবে।
ধানশরীর রোদে তৃষ্ণা জুরায়ের মতোন
হেমন্তের শিশির সংলাপ অামাকে
কতোবার, নিয়ে গেছে ঘোরের মধ্যে রমণীয় সম্মোহনে,  মধ্যরাতে।।

No comments:

Post a Comment