হেমন্ত
পিয়াংকী মুখার্জী
# সদ্যজাত #
কাঁটাতারের রেখাবন্ধনী টপকে মায়ের তর্জনী ছুঁয়ে থাকা কড়েআঙ্গুল ছেড়ে ছুট্টে পালিয়ে আসা সূর্যোদয়ের সাদা সাদা রূপোলী আলোয় মাখামাখি নবজাত মাখনিয়া হেমন্ত !
# শৈশব #
শরত্-শিউলির বয়স্কা পাতার গাঢ় কালচে সবুজের সাথে দোলাবীরে ব্যাস্ত শীত-কমলার ফাঁপা খোসার মিষ্টি হলদে-কমলা-লাল !
এদের পরিবৃত্তে জ্যা এঁকেছে অনভিজ্ঞ শিশু-ঋতু-শিল্পী ,,,
ঘাসের আগায় শিশিরের জলদ টুপটাপে ভিজে কচি কণ্ঠে সে গাইছে ভৈরবী রাগের আগমনী !
# কিশোর কিশলয় #
অঘ্রাণের আঘ্রাণ শুষে নিয়ে রক্তে মেশাতে মেশাতে ,মাঠে কেটে রাখা চাষীর সন্তান-ধানের সোনালী রং শরীরের প্রতিটা লোমকূপে গুনে গুনে ভর্তি করার পর নবান্নের চাল-প্রসাদ খাবার জন্য লাফিয়ে লাফিয়ে চলার নামই হয়তো হিমানী কিশোরীবেলা !
# হিমেল যৌবন #
চায়ের কেটলীতে ফুটছে কচি সবুজ চাপাতা যখন , তখন কিশোরীর হাঁটুসমান ফ্রকের ঘনত্ব বেড়ে চুড়িদার আর ওড়নার শক্ত বাঁধন !
পুকুরের জলে কচুরিপানার বাড়বাড়ন্ত, আকাশকে চুম্বনের ইশারায় ,
হৃদপিন্ডে আঁকছে লাবডুব !
# হিমানী-সম্প্রপাত #
ওড়নার বাঁধন আজ ধনেখালী লাল তাঁতের কুঁচি-আঁচলে গিঁট পড়েছে , মেয়েবেলা পা দিচ্ছে নারীত্বের সিঁদুর রাঙ্গানো শ্বশুরঘরে !
নতুন তাঁতের কড়মড়ে ভাঁজে আর বিক্ষিপ্ত আওয়াজে প্রেমাদরে উষ্ণতা পেতে চাইছে ঠান্ডা-শীত !
হিমেল বাতাসে আরামের কাঞ্চন ফোটার আগেই তপ্তদুপুরের রোদেলা সূর্য আষ্টেপৃষ্ঠে জড়িয়েছে ওকে !
# হৈমন্তীবিকেল বিষন্নতা #
দশের সংসারে দুহাঁড়ি ভাত নামানোর পর অগোছালো সংসারী সকাল-স্নানে ভেজা এলোচুলের জট বিকেলের একাকীত্বে আরো পাকিয়ে ফেলার পর নিষিদ্ধ উপন্যাসের কথাযাপনে বলে ওঠে , "শীত , এজীবনে একবারও কেনো বলতে পারলে না...হেমন্ত আমি তোমায় বড্ড মন্দবাসি , মন্দবাসার গল্পে ভাসি !"
# পড়ন্ত গোধূলির মধ্যবয়স #
ডোবার ধারে, কলাবতীর হলুদ পাতায় চোরা স্রোতের নেশায় আর লাল ফুলের নরম বিছানায় ঢলে পড়ে যখন সূর্যের অভিমুখ , একশো আশি ডিগ্রিতে সমাপতিত তখন পুরুষ দিগন্তের , দিনান্তের গণ্ডূষ করা ভোজনপাত্র !
# অস্তগামী জীবন #
শেষবেলায় হেমন্ত উনুনের কাঠের জ্বালে সেঁকছে অথবা বলা যায় পোড়াচ্ছে নিজের অতিরিক্ত মেদ , খেজুরের রসে নামছে আঠালো চিট্ , আগুনে তপ্ত হচ্ছে অব্যক্ত রাত , "না"এর আসর যুক্তিতক্ক বিশ্লেষণে, পরজন্মে সব "হ্যাঁ "গুলোকে আয়ত্ব করার উপায় খুঁজছে !!
..........এই শুভ মুহুর্তে ,আমিও জীবনের বায়নাগুলো একনিঃশ্বাসে কুড়োচ্ছি অক্লান্ত পরিশ্রমে ,
জমিয়ে খেলনা বানানোর অবুঝ নেশায়.....
হয়তো আগামীর কোনো এক হেমন্ত-জন্মে..............
No comments:
Post a Comment