Thursday, December 28, 2017












নদী (পর্ব -১)
   লক্ষ্মী নন্দী

মাঝি তুললো নোঙর.... 
সে-এক অদ্ভুত সৌভিক যোগ।
যার কাঙ্ক্ষিত লক্ষ্যের দ্যোতনায়
হেসে উঠেছিল অামার অায়ুরেখা। 
অামি,  তার বুকে জলযানে - 
একই অাচ্ছাদনে 
গভীরে অারও গভীরে বুদ।
তার নাভি থেকে  উঠে অাসছিল
চিত্তাকর্ষক পল অনুপলের ছন্দে
স্পর্শ স্রোতের বিলোলতা।
অামার প্রর্কীর্ণ শরীর অাবেগ তাড়িত 
বিহ্বল --হতে হতে, তারই তনিমা 
অাকৃষ্ট হলো, হলো তারই অাবেষ্টনে 
অাশ্লিষ্ট  চলন্তিকায়।

No comments:

Post a Comment