Monday, January 27, 2020
















এক  নদী   
ছবি ধর 

আমার বুকের গভীরে 
এক  বহতা  নদী  --
আত্মসংঘাতে  পূরিত   
তরঙ্গায়িত  তিরতিরে   
এক  জীবনধারা। 
ওপরে  আকাশ  নেই  কোনো 
এ  নদীর  শুধুই  খনন। 
একটা    উদাসনগর 
আর আছে  লালনের  গান। 

নীল  অন্তর জুড়ে  
না কোনো  অবগাহন
 না   বিমোচন। 
বিচলিত  হই   ছায়াহীন  
স্বচ্ছ  জলের  বিমোহনে।  


 আত্মীক  ভালোবাসায়  
এ  নদীতে  ভেসে  থাকে  
ছোট্ট ছোট্ট অভিযাত্রিক  ডিঙি ,
ঢেউয়ের  প্রহসনে 
ওদের  নির্বাক   বিচরণ। 

এষণাপ্রবণ হয়ে  
কখনও  কান্নার জলে 
ভরে ওঠে  নদী 
ছাপিয়ে যায়  দুই  তীর। 
কুলকুল শব্দে  
পাড়  দাঁপিয়ে  
আসে জোয়ার 
ভাঁটার  টানে হয়  মূর্ছিত। 
 কখনও আবার 
ঘন ঘন শ্বাস পড়ে 
এক গুচ্ছ অভিমানে। 
লুকোনো বাস্প  
বুদবুদ হয় 
গহীন  বুকের  পাঁজরে। 

এ নদী  বইতে জানে  উজান। 
মহীঢাল বেয়ে   যখন  
গনগনে  মফেতিস  নামে 
গহীন নাভিমূলে। 
তপ্ত  আগুন 
কী  ভীষণ  অগ্নিবন্যা  
নদীগর্ভে  নির্গত  হয়  
রক্তিম  সুপ্ত  লাভা। 

No comments:

Post a Comment