বোরখা
নন্দিনী চৌধুরী
আমি বোরখা,
সব সময় তোমার আপাদ মস্তক ঢেকে
বাঁচিয়ে চলি রীতি নিয়ম।
নিয়ম আমার অস্থি মজ্জায়।
আমার শূন্য বুক সেজে ওঠে কুসংস্কারের আভরণে।
আমি নিষেধের শেকড়
বিস্তার করে দিই তোমাদের প্রাণের উৎস স্থলে।
বহু দিন থেকে জমে জমে
ইচ্ছে গুলো আজ পাথুরে জমি,
আমার কান্না, ঠান্ডা শীতল বরফ।
আমার হাসিতে নেই মুক্তো ঝরার শব্দ।
দুঃখ গুলো নীল রং মেখে
মাথা নিঁচু করে দাঁড়িয়ে আছে হৃদ-কুঠুরিতে।
আমার আনন্দ পথ হারায় নিকষ কালো অন্ধকারে।
আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখি যুগান্তরের দিন বদল।
আজ হঠাৎ ডাক দিয়েছে বিদ্রোহ
এসো, ওঠ জাগো, নারী,
ছিঁড়েখুঁড়ে ফেল আবহমানের আমাকে
নতুন সূূর্যোদয়ের ভোরে...
No comments:
Post a Comment