উপহাস
মান্তু দেব রায়
অন্ধকারকে পেছনে ফেলে আমি হাঁটছি,
উদিয়মান সূর্যের দিকে ,
নিস্তব্ধ পৃথিবী!
উপহাস গুলো আমার পেছন পেছন হাঁটছে,
উপহাস গুলো আবারও ছুঁয়ে দিয়ে আমার শব্দ গুলো তে ধূলো ছিটিয়ে দেওয়ার চেষ্টা 'য়!
আমার কলম কে টেনেহিঁচড়ে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে!
উপহাসের সৈন্য বাহিনী চলছে আমার পায়ের ওপর পা ফেলে!
আলো কে আঁকড়ে ধরে আত্মবিশ্বাসের ওপর ভর করে আমি চলছি!
গভীর অন্ধকার কে উপেক্ষা করে!
চলতে চলতে শব্দ বুনছি!
শব্দের প্রান প্রতিষ্ঠা করবো
প্রদীপ শিখা জ্বলবে, বর্ণ মালার শরীর জুড়ে আলো ঝলমল করবে!
আলোর রোশনাই দেখে মুখথুবড়ে পড়বে উপহাসের দল!
ছন্দ -শব্দ- বাক্য গুলো উল্লাসে সাদা পাতায় আঁকিবুঁকি কাটবে কবির কবিতায়!
No comments:
Post a Comment