বলি বলি করে
বাণী প্রসাদ নাগ
তোমায় বলি বলি করে পারিনি বলতে
আজ সে কথাটাই কেন ভাবি বারবার
মনের গভীরে কতকিছু আসে ধেয়ে
যেমন আসে মেঘ উদার গগনে।
প্রথম দেখার দিনক্ষণ আর নেই মনে
তবে আছে শুধু মনে, তোমার চাহনিটুকু
তখন ছিল না ফোন, ছিল না সেলফোন
থাকলে আজ হাহুতাস হতো না অকারণে।
এতদিন পরেও চাহনির স্মৃতিটুকু ধরে
কেন অাক্ষেপ বুঝি না এখনও আমার
পলকেই পেয়েছি যে অফুরান ভালোবাসা
সেই সম্বলটুকু সম্পদ হয়ে থাক জীবনে।
No comments:
Post a Comment