আলোর পথে
পার্থ সারথি চক্রবর্তী
আকাশের সব মেঘে বৃষ্টি হয় না
তেমনি সব আলো হয় না
ভাস্বতী
কিন্তু খোঁজার চেষ্টা চলে
অবিরাম , প্রতিনিয়ত।
অন্ধকারের কানা গলিতেও
এমনকি ব্ল্যাকহোলের অভ্যন্তরে,
বিস্ফারিত চোখে;
তৃষ্ণার্ত হৃদয়ে, আবহমান কাল।
এভাবেই চলতে থাকি
দিনের পর দিন।
আলোর পথে পথে, কখনো বা
সুখের কল্পপথে।
No comments:
Post a Comment