মুজনাই সাপ্তাহিক
ডুয়ার্স-সিম্ফনি
মৌসুমী চৌধুরী
বনজ শরীর এলিয়ে শুয়ে থাক তুমি
গলা সোনা রোদে, তোর্ষার চরে,
রাত ভর কুয়াশার চাদর মোড়া স্লেটরঙা পাহাড়ের গায়,
রাভা রমনীর গৃহস্থালিতে, আদিগন্ত সবুজ চা-গালিচায়,
ওড়াও রঙিন ওড়না বক্সার পাহাড়িয়া পথে রঙ-বেরঙের প্রজাপতি ডানায়!
বিন্দুর পাহাড়ি ঝর্ণার রূপোরঙা তন্বী শরীরে
রূপসী তুমি, তীব্র রহস্যময়ী!
তোমার মুখে শাল-সেগুন-শিশু-গামারীর সবুজ অন্ধকার
চুরি যায় রাক্ষুসে থাবায়,
ডাকাতে-আলো এসে হা হা করে বনপথে আজ!
বন্ধ চা-বাগান থেকে নোনা জল যেন
মিশে যায় জয়ন্তীর নদীবুকে __
জোনাক জ্বলা সন্ধেতে জল আর পাথরে
যেন বেজে ওঠে করুণ সিম্ফনি তোমার !
No comments:
Post a Comment