মুজনাই সাপ্তাহিক
সুন্দরী ডুয়ার্সে
পার্থ বন্দ্যোপাধ্যায়
চড়াই-উতরাই, বাঁক -ঢাল, সবুজ সুন্দরী ডুয়ার্স
এ যেন এক অন্তিম অবসরের ঠিকানা
উৎসব রজনীর গান ভেসে আসা পাহাড়ি বাতাস
ফুল ফোটানোর বাঁশি শোনা যায় এখানে।
জলখেলায় মিশে একাকার মধুর কাকলি
কচিকাঁচাদের নাচ দেখতে ভীড় জমায় বনময়ুরী
আলো আঁধারের খেলা চলে অবিরাম প্রান্তজুড়ে
বেল,জুঁই, চম্পা,চামেলি র গন্ধে ভরে ওঠে মন।
রবির রক্তছটা গড়িয়ে পড়ে পাহাড়ের গা ঘেঁষে
উপত্যকার ঢাল বেয়ে সাঁঝবাতি জ্বলে ওঠে
দিগন্তে সাদাকালো মেঘ উঁকি দিয়ে যায়
বনবস্তিতে প্রকৃতির লুকোচুরি খেলা চলে।
ক্লান্তিহীন পথচলায় ছড়িয়ে পড়ে মধুর আবেশ
পিচের রাস্তায় চিরুনি বুলিয়ে দেয় অদৃশ্য হাত
অনুভবি মনে দোলা দেয় পাহাড়ি বাতাস
চালসারলেভেল ক্রসিং জুড়ে শুধুই নীরবতা
কুর্তি নদী পাড়ে অপেক্ষায় থাকে অর্ধনারীশ্বর,
তার তুলিতে রঙ বদলায় সুন্দরী ডুয়ার্সে।
No comments:
Post a Comment