Sunday, February 14, 2021

মুজনাই সাপ্তাহিক  











 সুন্দরী ডুয়ার্স

             লেখা-কুমকুম ঘোষ
             ছবি- দেবাশিস ঘোষ

 সুন্দরের দরজা এখানে হাট করে খোলা।
সবুজ চা বাগান। যুবতী নদীর রুখা শুখা রূপ । কিংবা শ্যামল অরণ্য।দূর পাহাড়ের সীমারেখা। । ভালোবাসা ভালোলাগা কিছু মুহূর্ত বন্দী করে রাখা ক্যামেরায়? নাহ্ ডিজিটিলের মায়া দুনিয়ায় নয়, ক্যামেরায় বন্দী ছবির মুহূর্ত - যাপন।রিল ক্যামেরার রোম্যান্সের ছত্রিশ সংখ্যা য় বন্দী প্যাশন ও রোমাঞ্চ।   ঝরাপাতার সাথে মন দেওয়া-নেওয়া।মার্চ মাসে জয়ন্তী নদীর নুড়ি পাথর ভরা শুকনো নদী খাত যেমন অবাক করে তেমনি মুগ্ধ করে এই অঞ্চলের ধীর স্থির অরণ্যের স্তব্ধতা।অচঞ্চল জীবন যাত্রা।   লাটাগুড়িতে আদিবাসী নৃত্য কিংবা গরুমারার জঙ্গলে যাত্রাপ্রসাদের ওয়াচ টাওয়ার।ডুয়ার্সের টানে বারবার ছুটে যাওয়া।
জয়ন্তী- ডুয়ার্সের রানীর অপরূপ রূপে অবগাহন এবং ফিরে ফিরে দেখা। নদীর নাম জয়ন্তী। নদীর নাম মূর্তি।


































No comments:

Post a Comment