Monday, June 19, 2017















ফসফেটিক চশমাগুড়ো ঝরছে


রাহুল গঙ্গোপাধ্যায়


অমসৃণ শব্দগুড়োর ইন্টারসেকশনে দেওয়াল
দেওয়ালে ঘষটানো তামার দাগ
দাগমুক্ত প্রজাপতির ০-মুখীনে
সাঁজোয়া শিবিরের রাস্তা।রাস্তার আড়ালপিচ
ভেঙে।তুলে।মুছে।কেটে।কুচিয়ে
তুলোট মলাটের পোষাক।পোষাক মুক্ত নই
অতএব - আপেক্ষিক জখম।
জখম - আপেক্ষিকতা
আপেক্ষিকতা = অসমাপ্ত ধ্রুবক জাতীয় বিকেল
গড় বয়সে : হিমকণাদের পতন
যোগ।বিয়োগ।গুন।ভাগ।বর্গ।বর্গমূল
থার্মোমিটারে কোণাকুণি অপরাধগুলোর উড়ালসেতু
উড়ান।বহুমাত্রিক
উড়ান : বহুমাত্রিক কম্পাস
উড়ান চলিতে বহুমাত্রিক কম্পাসের আণবিকতা
কালো পিঁপড়েরা বোঝে কেবল দিকযন্ত্রের ফসিলস

No comments:

Post a Comment