Thursday, June 22, 2017














কাঁচা
উদয় সাহা

সারাংশ কম। গভীরতা প্রায় নেই বললেই চলে।
এককথায় কাঁচা।
কাঁচা আমি।
স্বীকার করি, পড়িনি ক্যাম্পবেল, হান্ট
জানি ধ্রুপদী তাঁরা। পড়িনি ইমানুয়েল কান্ট।
রমাপ্রসাদ, উইলিয়াম মরিস
মাস্টারমশাই বলেছিল, "পড়িস"।

কাঁচা। এক্কেবারে কাঁচা।
কিন্তু আত্মবিশ্বাসী আমি...
এক লাইব্রেরী লিখে বলতে পারি
" আমি শুধু তোমাকে পড়েছি
যে তুমি সারাজীবন কাজুবাটা, ঘি,
ভাজা জিরের গুঁড়ো দিয়ে জীবন সাজিয়েছো।"

No comments:

Post a Comment