রোদে ভরা সকালে
বাণী প্রসাদ নাগ
মাঘের এক রোদে ভরা সকালে
গোলাপী আলোয়ান গায়ে স্টেশনে
দাঁড়িয়েছিলে তুমি ঝাপসা চোখে
মনে হয় ব্যথাটা মনের মাঝখানে।
সিগন্যাল পেয়ে বাঁধ ভাঙা গতিতে
বাধাহীন ট্রেনটা ছুটে গেল ধোঁয়া ছেড়ে
তুমি কি জানতে আমি বসে সেই ট্রেনে!
হয়তো এসেছিলে মনের ভুলে সেখানে।
ফেলে আসা এক যুগ আগের কথা
আমরা সে সময় কলেজে দুজনে
কী গভীর ভালোবাসা জন্মেছিল মনে
আজ তুমি কোথায় আমি কোনখানে
সিঁথিতে সিঁদুর পড়েছিলে গোধূলি বেলায়
তুমি চাইলেও দুজনে পারিনি এক হতে
তোমার বাবা চান নি আমি কারবারী বলে
তবু আজও জড়িয়ে তোমার মনে।
No comments:
Post a Comment