Thursday, February 6, 2020





মাসটি যখন মাঘ 

     মাথুর দাস

মাসটি যখন  মাঘ 
বনের থেকে তেড়েফুঁড়ে 
বেরলো এক বাঘ । 

বললো,  দাবানলে 
বনের যত জিরাফ হরিণ
সবাই গেছে জ্বলে ।  

জাগরে পশু জাগ  
জঙ্গলে আর মঙ্গল নেই 
দাবানলের   আগ । 

শীতসোহাগী মন 
বুঝেই গেছে অনুভবে  
সুখের   অরন্ধন ।  

মানুষ খেকো  বাঘ  
মনের ভিতর বন জাগে তার 
বাইরে সেঁকো রাগ । 

মাসটি তখন  মাঘ ।



মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা 
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 


মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬


No comments:

Post a Comment