Monday, February 17, 2020


















দুদিকে দুজনে
বাণী প্রসাদ নাগ                    

ভাবিনি দেখা হবে আবার কোনোদিনও
ওয়েটিং হলে তুমি ছিলে ব্যস্ত লিটিলম্যাগে
ট্রেনের আনাগোনায় নজর ছিল না তোমার
কি জানি কী ভেবে তাকিয়েছিলে আনমনে। 
                            
ভেসে এলো নানাকথা যা ছিল মনে গাঁথা
চেষ্টা তো কম করিনি একই বৃন্তে থাকার
ভাগ্যে ছিল না তাই হলো ছাড়াছাড়ি
তবু আজও ফেলে আসা স্মৃতিচারণে। 
                          
ট্রেন এলে যাত্রা শুরু দিকহীন জীবনের
জানালা পাশে আনমনা বসে অপলক
অবচেতন মনের কথা হলো না আর বলা
বিপরীত গামী ট্রেনে ছুটলাম দুদিকে দুজনে।

No comments:

Post a Comment