চিরস্থায়ী
নির্মাল্য ঘোষ
কাটিয়ে দিলাম অনেকগুলো দিন
তোমার ছায়ায় নিবিড় ভালোবাসায়
বুকের মাঝে জমিয়ে রাখা ঋণ
সবটুকু আজ তোমায় দিতে চায়
ইচ্ছে যখন ঘড়ির কাঁটায় বাঁধা
চাবুক চালায় ক্যালেন্ডারের পাতা
কালোর মাঝে উড়ছে একটু সাদা
ঘোড়ার পিঠে আমার শুন্য খাতা
ব্যাকুল রাধা বৃষ্টি ভেজা রাতে
কিম্বা শীতের গভীর ঘন হিমে
হাত গুঁজে দেয় আমার নিঃস্ব হাতে
দাঙ্গা তখন একটুখানি কমে
শান্ত বুকে ঝিলের ভরে ওঠা
তোমার চোখের টানা টানা কথা
সমাজ কিন্তু ছড়িয়ে দেবেই কাঁটা
তোমার জন্য চির স্থায়ী ব্যথা
No comments:
Post a Comment