Thursday, February 6, 2020




সানাই 
বাণী প্রসাদ নাগ

যবে বেজেছিল সানাই কুমারী জীবনের শেষে,
জলে টলমল চোখে দেখেছি চেয়ে পথপানে,
যদি শেষ দেখা পাই, হারানো দিনগুলো ভেবে,
কী গভীর ভালোবাসা কাটাতাম দুজনে।
                               ♣
মনে পড়ে সেই পাহাড়ের কোলে মেঘের আড়ালে,
নিরিবিলি বিহগের কলরবে, মনের অতলে 
মনে ভেসে যেত কতকিছু, গগনে মেঘের মাঝে
জীবনে আঁধার এলো ছেয়ে, সন্ধ্যা লগনে। 
                               ♣
সাত সমুদ্র তেরো নদী পারে গেলে চলে
তুমি দেখলে না চেয়ে ফেলে আসা স্মৃতি পানে
মনের জোয়ার আসবে না নতুন আকর্ষণে
তবু বলি, ভালো থেকো ভালোবাসারই টানে। 
                              ♣


মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা 
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

No comments:

Post a Comment