সানাই
বাণী প্রসাদ নাগ
যবে বেজেছিল সানাই কুমারী জীবনের শেষে,
জলে টলমল চোখে দেখেছি চেয়ে পথপানে,
যদি শেষ দেখা পাই, হারানো দিনগুলো ভেবে,
কী গভীর ভালোবাসা কাটাতাম দুজনে।
♣
মনে পড়ে সেই পাহাড়ের কোলে মেঘের আড়ালে,
নিরিবিলি বিহগের কলরবে, মনের অতলে
মনে ভেসে যেত কতকিছু, গগনে মেঘের মাঝে
জীবনে আঁধার এলো ছেয়ে, সন্ধ্যা লগনে।
♣
সাত সমুদ্র তেরো নদী পারে গেলে চলে
তুমি দেখলে না চেয়ে ফেলে আসা স্মৃতি পানে
মনের জোয়ার আসবে না নতুন আকর্ষণে
তবু বলি, ভালো থেকো ভালোবাসারই টানে।
♣
মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬
রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬
No comments:
Post a Comment