মাষ্টারমশাই
কাকলি বিশ্বাস সরকার
আমাদের গাঁয়ের সেই ননি মাষ্টারকে
দেশ, দুনিয়ার লোক সবাই জানে।
কত কত ছাত্র তার , আছে বটে দুনিয়া জুড়ে।
ঐ যে রায়পুরের বিডিও সাহেব,
তারই ছাত্র বটে ,
এখনও সেই বাবুটা , সময় বার করে,
প্রতি বছর আসে গুরু প্রণামের লাগি।
আমি গাঁয়ের সাধারণ বৌ বটে,
কত কথা গুছিয়ে বলতে না জানি,
আমাদের গাঁয়ের মাষ্টারমশাই,
তাকে লিয়ে সকলে গর্ব করে।
গত বছরই ইস্কুল থেকে রিটারড হয়েছে বটে,
দু বেলা নেয়ম করে ছ্যত্র পড়ায় রোজ।
কারুর থেকে কানাকড়িও লেয় না নিজে।
সেই পুরানা ছাতাটা রোজের সাথী,
মুখে গালভরা হাসি বটে।
পরনের প্যান্টালুনটা অনেক পুরনো।
নাই কোন বাইরের সাজ,
শিক্ষায় তার মূল্যবান সম্পদ।
আমাদের গাঁয়ের ননিবাবুই
আদর্শ মাষ্টারমশাই।
মানুষ গড়ার কল।
ননিমাষ্টার তুমি দীর্ঘজীবী হও।
এ সমাজের লাগি।
No comments:
Post a Comment