Saturday, September 4, 2021


শিক্ষকের ছড়াছড়ি 

সুশান্ত পাল 

শিক্ষক আর শিক্ষার্থী ব্যাপারটা শুধু মাত্র চারদেয়ালে কৃষ্ণফলকের মধ্যে সীমাবদ্ধ এটা ভাবা সত্যি বোকামি,, সভ্যতার প্রায় সর্বত্র শিক্ষার এক অগাধ পরিধি,, জীবনে বেঁচে থাকার শিক্ষা কিন্তু  পরিবারের ও সমাজের এক অনুকরণ অনুসরনের অভিব্যাক্তি,, আসলে প্রকৃত শিক্ষক হিসাবে কাকে প্রাধান্য দেবো তা নিয়ে আমার একটু ধর্মসংকট আছে,, একবার ভাবি মা, আর একবার ভাবি বাবা পরে অবশ্য বুঝলাম না আরও অনেকেই আছে অন্তত জীবন বুঝতে যারা আমার চোখ খুলিয়েছে তারা প্রত্যকেই আসলে আদর্শ থেকে আদর্শতর,, একটা গ্রন্থাগার হতে পারে পথ প্রদর্শক অন্তত আমার কাছে।  তাহলে কাকে এগিয়ে রাখবো এটা নিয়ে ফাঁপরে আছি,, 

যাইহোক শিক্ষার আর একটু নমুনা পেস করি... একদিন এক ভদ্রলোক তার মেয়ের সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা রিক্সা দেখায় সেই ব্যক্তি রিক্সাওয়ালাকে ডাকলেন "ও রিক্সা ও রিক্সা এদিকে শোন্।'  এই শুনে সেই মেয়েটি তার বাবাকে বললো, 'এভাবে উনাকে সম্বোধন করাটা অসম্মানের  তুমি দাদা করেও ডাকতে পারতে!` সত্যি সেদিন অনেক কিছু শিখলাম,, 
আর একটা ঘটনা বলি,  আমার দিদি তখন স্কুলে পরে, সরস্বতী পুজোর জন্যে স্কুলে সব মেয়েরা ঝাড়ু দিচ্ছে, যথারীতি এক শিক্ষিকার মেয়েও ঝাঁট দিচ্ছিল,, এই দেখে সেই শিক্ষিকা তার মেয়েকে নাকি সরিয়ে আনার জন্যে বললেন, `তোমার ধুলো লেগে শরীর খারাপ করবে চলে এসো...` তার মেয়ের উত্তর দিল, `এদের সবাইকে তুমিতো পরিষ্কার করতে বললে,  আর আমি তোমার মেয়ে বলে বাদ!` অনেক কিছু শিখলাম সেই দিদির বান্ধবীর কাছ থেকে,, 

আসলে শিক্ষা ব্যাপারটাই এত শক্তিশালী যে সব কিছু বদলে দিতে পারে,, তাইতো শিক্ষার্থী হওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে শিক্ষকও হতে হবে, তবেই তো এক মুক্ত পৃথিবী আমরা পরের প্রজন্মকে উপহার দিতে পারব ||

No comments:

Post a Comment