Saturday, September 4, 2021


আমাদের আই সি স্যার

বিজয় বর্মন 


অনেকদিন হলো, আমার কিছু বলার ছিল,
শৈশব কৈশোর পেরিয়ে আবদ্ধ আমি চিরাচরিত সংসার মায়াজালে,
দারিদ্রতা আর আমার লুকোচুরিতে সব ভুলে থাকার এক কৌশল আয়ত্ত করেছি,
এক কথায় বলা যায় " স্বার্থপর "

তবু বাধ মানে না, না বললে নয় দু-চার কথা,
জীবনে যার কাছে যতটুকু শিখেছি, শিখে যাচ্ছি এখনো,
প্রত্যেকে আমার গুরুস্থানীয়,
নত মস্তকে আমি স্বীকার করি।

আজ বিশেষ দিনে, আমার মনবিতানে স্কুল জীবনের কিছু স্মৃতি কথা উদ্ভাসিত,
সেদিনের সংস্কৃত ক্লাস, সাদা ধুতি পাঞ্জাবিতে প্রাঞ্জল একজন ব্যক্তিত্বের পরম স্নেহ,
তার তত্ত্বাবধানে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার পিনাকি রঞ্জনের,
কাছে যাওয়া,
দূরের জিনিস যে কিছু দেখতে পাই না,
সেদিন তিনি বুঝতে পারলেন কেন আমি প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে পারছিলাম না,
দুটো চোখের পাওয়ার যে( -3 )সেই কিশোর বয়সে,
হয়তোবা আমি জানতেও পারতাম না।

অকৃতজ্ঞের মত,
জানানোর প্রয়োজন টুকুও বোধ করিনি,
অনেক চেষ্টা করেছি পরবর্তীকালে, টানাটানির সংসারে আর হয়ে উঠেনি স্যারের সাথে দেখা করতে,
তাই বিশেষ দিনে, স্যার কে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা,

আমার কৃতজ্ঞতা স্বীকার করবেন,
আমাদের প্রাণের প্রিয় আইসি স্যার,
শ্রীযুক্ত রুণু বোস মহাশয়।

No comments:

Post a Comment